FROM SYLHET WITH LOVE.
(সিলেটের আঞ্চলিক ভাষায়)
II চাইনিজ প্রোডাক্ট, বেশি দিন টিকত না II
এখ চায়নিজ ফুয়ার লগে এখ সিলেটি ফুরির প্রেম অইছে। কিন্তু সিলেটি ফুরির বাফ (বাবা) বিয়াত রাজি ঐরানা। ফুরির মা রাজি ঐছৈন। ফুরির বাপে জানতো বেটিনতর লগে কুনতাত মাতিআ ফারা যায় না, তো বেচারা বাপ ফুরির বিয়াত না ফারিয়া রাজি ঐছিল।
বিয়ার ১ বছর বাদে তারার ঘর এক ফুয়া ঐছে। কিন্তু ৬ মাসর সময় ফুয়া ইগু মরি গেছে। ইকান হুনিয়া সিলেটি ফুরির বাফে কইলা,
No comments:
Post a Comment