FROM RANGPUR WITH LOVE.
(রংপুরের আঞ্চলিক ভাষায়)
প্রথথম পড়নু "গ্রামীণ ফোন"-এর পাল্লাত !
মোক কইল, ‘‘কাছে থাকুন”। গেনু উয়ার কাছোত। একনা পর ফির মোর হাত ধরি কইল, ‘‘চলো বহুদুর”! ‘গাইয়া ফোনের’ সাথোত ম্যালা দূর গেইতে গেইতে সইন্ধ্যা নাগি গেইল! চাইরো পাকোত আন্ধার দেখি মুই কনু, 'এ্যালা তো উজাল দরকার!'
এইবার সামনোত আসিল "রবি" ! আসিয়ায় কইল ও বাহে চাজি ‘‘জ্বলে উঠুন আপন শক্তিতে।” কনু মুই, 'নেজে হাতে ক্যামতন করি জ্বলিম ?! পাবার নাও, বেসম্ভব !'
এই নিয়া বাজি গেইল মোর আর রবির ক্যাচাল !
সুযুগ পায়া "বাংলা লিংক" আসি হাজির। ওয় আসি কইল,' “দিন বদলের চেষ্টায়” নাগি থাকো, বদল হইবেয়ে হইবে।' ম্যালাদিন নাগি থাকিয়াও যখন দিন বদলাওছে না, তক্ষন ফিরও ওমরা কইল, 'আগোত তো এই কাম করেন নাই, এ্যালা ‘‘নতুন কিছু করো।” ' টেরাই করিয়াও মুই নয়া কিছু করবার না পায়া বাড়ি যাইম কয়ায় উল্টা দৌড় ধরনু। একনা যাইতে পড়নু বান্ধের সামনোত। সেই বান্ধ আর পার হবার পাইতোছি না।
ভুস করি কোটে হাতেবা ব্যারে আসিল "টেলিটক"। আসিয়ায় কইল, “বাধঁ ভেঙে দাও।” কানোত কম শোনা রবি শুনিল, “দাঁত ভেঙে দাও।” আর শুনিয়ায় এখান আড়াই কেজি ঘুসি মারি টেলিটকের নাক ফাটে দিল।
ওমার ডাংগাডাংগি দেখি মুই ফির দৌড় ধরনু। দৌড়াইতে দৌড়াইতে বাড়িত আসি দেখোং সউগায় নিন গেইছে। ঘাটা দুয়ার সউগ বন্দ দেখি মোর মন বেজার ! ভুস করি কোটে হাতেবা "বাংলা লিংক" আসি কইল, “আপনার ফিরে আসার মুল্য আর কেউ না বুঝলেও আমরা বুঝি।” কয়া মোক ওমার ‘খরিদদার খাতির’ (Customer Care Centre) দোকানোত নিয়া গেইল। অটে কায় যেন জোরে মোর নাম ধরি ডাকাইল। ডাক শুনিয়া ভাঙ্গিল মোর ঘুম, শ্যাষ হইল মোর এ্যাডভেটাইজ স্বপ্ন!
এগলের জালাতে মুই আর বাচোনা বাহে। কন তো এলা কি করো?
No comments:
Post a Comment