Tuesday, August 14, 2018


FROM MYMENSINGH WITH LOVE.
(ময়মনসিংহ-এর আঞ্চলিক ভাষায়)

II শুক্কুরবাইরা ছেমাছবিঃ চোদুরি সাহেপ (চৌধুরী সাহেব) II

- চোদুরি সাহেপ আম্নের দিন শেষ (ঠাস ঠাস ঠাস)


চোদুরি সাহেপ অইলো গুলাম মুস্তুফা। হে ষড়যন্ত্র কইরা হের ছুডুবাই আনুয়ার হুসেনরে পাবনা পালগা গারদে (পাবনা মানসিক হাসপাতাল) পাডায়া দিসিন। যাতে বাপ দাদার সম্পত্তি হে একলা একলা খাইবার পায়। ২০ বছর বাদে আনুয়ার হুসেন আর হের বউ (কি বেন নামডা !!) আইসে পতিশুধ (প্রতিশোধ) নিতো।

আনোয়ার হুসেন চোদুরি সাহেপের গালো থাব্রা মারসে। আর কইতাসে,
-দে ফিরায়া দে।

চোধুরি সাহেপ ঝিলিক মাইরা উঠসে,
:ওমায়া !! কি দেম তরে?

- দে আমার ২০টা বছর ফিরায়া দে।

: চোদুরি সাহেপ মনে মনে কয়, (হ নেগা পাইলে। তবু সম্পত চাইছ না)।

-দে আমার আরায়া যাওয়া যৌবন।

: হ নেগা। সম্পত চাইছ না।

- দে আমার আরায়া যাওয়া সংসার। ফিরত দে।

: আমার ডা নেগা। আমার আরো দুইডা আছে।

- দে আমার ভাগের সম্পত্তি। দে।

: কাম হারা গেসে (কাম সেরেছে)। এইডা কি কইলি তুই !!

- দে দে দে।


বাদে (পরে) গোলাম মুস্তফা পুংডানামি কইরা, এক বুদ্ধি বাও হরছে। হে আনোয়ার হোসেনরে বাইল কতা দেয়া ডাইল খাওয়ায়া দিছে। গোলাম মোস্তফার বদমাইশ ছেরা মিশা সওদাগরের লগে আনোয়ার হোসেনের সুন্দুরী ছেরি শাবনূরের বেয়া দেওনের লাইগ্যা বিরাট জুরাজুরি করতাছে। শাবনুর অইলো চালাক, হে হিইরাবার রিয়াজের পেমিকা।


রিয়াজ কুনহানতে মেন এই কতা হুনছে, হুইন্না হে মিশা সওদাগররে ডাক দেয়া কয়,
-মিশা হালার ঘরে হালা, তর জিবরাডা অত বড় কে রে, মাইনষের পেমিকার প্রতি অতো লোভ কেরে তর।

বাদে (পরে) আনুয়ারের ছেরা চাকিব খান বাইরইছে। জসীম বেডার মেলা কাম। হের বাইর হওনের সময় নাই। মিশা, চাকিব খান আর রিয়াজ লাগজে জাতাজাতি, হেইডা দেইখ্যা আনোয়ার হোসেন ডরে হাটটটটফিল করছে।

শাবনুর কয়,
-কই আব্বা গো! দম গেছে গা দু আব্বার।

বেহের লাস্টে, পুলিশ আইছে। আইয়া কয়,
-আইন নিজের হাতে তুইলা নেইন না যে ... এরেসটিম (এরেস্ট হিম)।

বাদে এডভাডাইজ আরম্ভ অয়া গেছে।

No comments:

Post a Comment